রামপুরায় মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২

প্রকাশ | ১৪ জুন ২০২৩, ১২:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের হোতা মো. জাবেদ বিশ্বাস এবং তার অন্যতম সহযোগী মো. শান্ত সিকদারকে আটক করেছে র‌্যাব-৩।

রাজধানীর রামপুরা এলাকা থেকে মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।

এ সময়ে তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>>২২ কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় একটি অভিযান চালায় র‌্যাব। অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের হোতা মো. জাবেদ বিশ্বাস এবং তার অন্যতম সহযোগী মো. শান্ত সিকদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতি অবলম্বন করে একে অপরের যোগসাজশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলোকে আংশিক পরিবর্তন-মোডিফাই করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।

আটককৃকত  মো. জাবেদ বিশ্বাস ভোলা জেলার বোরহান উদ্দিন থানার মাইনকারহাট গ্রামের মৃত হোসেন বিশ্বাসের ছেলে এবং মো. শান্ত সিকদার একই জেলার সদর থানার চরকুমারিয়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস১৪জুন/এএ/এফএ)