লোকালয়ে জায়গা না পেয়ে পাহাড়ে আশ্রয় নেয় জঙ্গিরা: এটিইউ প্রধান

প্রকাশ | ১৪ জুন ২০২৩, ১৪:২৭ | আপডেট: ১৪ জুন ২০২৩, ১৪:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের প্রধান ভূমি তথা লোকালয়ে জঙ্গিরা স্থান পাচ্ছে না, তাই পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় আশ্রয় নেয় বলে জানিয়েছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এটিইউ প্রধান বলেন, ‘সম্প্রতি জঙ্গিরা পাহাড়ে আশ্রয় নেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা দেশের প্রধান ভূমিতে জায়গা পাচ্ছে না, বিষয়টি পজিটিভ। প্রধান ভূমিতে জায়গা পাচ্ছে না বলেই তারা পাহাড়ে অবস্থান করছে।’

আরও পড়ুন>>রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘পাহাড়ে বিস্তীর্ণ এলাকা রয়েছে, যা জনসাধারণের প্রবেশযোগ্য নয়। ওইসব বিস্তীর্ণ এলাকায় কিছু বিচ্ছিন্নতাবাদীর সহযোগিতা পাচ্ছে জঙ্গিরা। তাদের সঙ্গে আরেকটা সমস্যা হল বাস্তুহারা মিয়ানমারের জনগোষ্ঠী। সেখান থেকে কিছু গ্রুপ এসেছে। আবার পাহাড়ি কিছু বিচ্ছিন্নতাবাদী তাদের স্বার্থের কারণে এই সংগঠনকে সহযোগিতা করছে।’ 

অতিরিক্ত আইজিপি রুহুল আমিন আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে পাহাড়ের জঙ্গিদের নিয়ে পরিস্থিতিটা ঘোলাটে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব কাজ করছে। এটিইউ গোয়েন্দা তথ্য রাখছে। সেসব জঙ্গি আবার দেশের অভ্যন্তরে প্রবেশ করলে কোথায় রয়েছে সেসব বিষয়ে আমরা খোঁজ-খবর রাখছি।’

আদালত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের বিষয়ে তিনি বলেন, ‘সেটা শুরু থেকেই আমরা ফলো করছি। এ ধরনের অপরাধীরা সাধারণত দেশের ভেতরে খুব কম থাকে। তাই এদের ধরতে কিছুটা সময় লাগে, তবে আমরা কাজ করছি। আশা করছি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বম সুনির্দিষ্টভাবে কোথায় আছে বিষয়টি পরিষ্কার নয়। তবে তার বিষয়ে আমরা সবাই কাজ করছি।’

(ঢাকাটাইমস/১৪জুন/এসএস/এফএ)