মহেশপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশ | ১৫ জুন ২০২৩, ১৬:১২ | আপডেট: ১৫ জুন ২০২৩, ১৬:১৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এক হাজার ৪শ কৃষকের মাঝে পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, কৃষকলীগের সভাপতি আব্বাস আলীসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুন/এসএ)