টেকনোফেস্টে সোনা জিতলেন ইরানি নারী

প্রকাশ | ১৫ জুন ২০২৩, ১৭:০৮

ঢাকাটাইমস ডেস্ক

ইরানি নারী গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদাবেহ দাভারান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেনটরস অ্যাসোসিয়েশন (আইএফআইএ) আয়োজিত টেকনোফেস্ট ২০২৩ উৎসবে স্বর্ণপদক জিতেছেন।

 

ইস্তাম্বুলে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আন্তর্জাতিক এই প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়।

 

দাভারানের গবেষণার বিষয় ছিল ‘অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রামক ক্ষতগুলির চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উদ্ভিদের নির্যাস ধারণকারী ন্যানোফাইবার।’

 

আন্তর্জাতিক সংস্থা আইএফআইএ সারা বিশ্বের উদ্ভাবক এবং উদ্ভাবক সমিতিগুলির প্রতিনিধিদের নিয়ে গড়ে তোলা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।

(ঢাকাটাইমস/১৫জুন/কেএম)