বুড়িচং সদরে ৪০ পরিবারকে ইউপি চেয়ারম্যানের সেলাই মেশিন উপহার

প্রকাশ | ১৮ জুন ২০২৩, ০৯:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের ৪০ পরিবারকে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন  নিজস্ব অর্থায়নে এসব সেলাই মেশিন দেন।

শনিবার বিকালে সদর ইউনিয়নের সাতটি গ্রামের (জগতপুর, বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, হরিপুর, জরুইন ও পূর্ণমতি) সাধারণ পরিবারগুলোকে ঈদ উপহার হিসেবে এগুলো তুলে দেওয়া হয়।

চেয়ারম্যন জয়নাল আবেদীন বলেন, ‘আমি চাই বুড়িচং সদর ইউনিয়নের প্রতিটি মানুষ যেন আত্মনির্ভরশীল হয়। প্রত্যেকে কর্মে নিয়োজিত থেকে স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের, সমাজের তথা রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখবে। ইউনিয়নের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব।’

পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয় মাঠে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যন জাবেদ কাওছার সবুজ, হরিপুর গ্রামের জাহাঙ্গীর আলম মাস্টার, যদুপুর গ্রামের হাজী শরাফত আলী, শাহিনুর রহমান, জরুইন গ্রামের আমিনুল ইসলাম রাসেল, আরাগ আনন্দপুর গ্রামের মন্তাজ আলীসহ ইউনিয়নের সাত গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, প্রতি ঈদেই ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন স্থানীয়দের বিশেষ উপহার দিয়ে থাকেন। কখনও খাদ্য সামগ্রী কখনো শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া নিজ ইউনিয়ন পরিষদে অনেক নাগরিক সেবা সহজে ও বিনামূল্যে প্রদান করছেন তিনি।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএস/এফএ)