কুমিল্লায় সংবাদকর্মীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

প্রকাশ | ১৮ জুন ২০২৩, ১৯:৪২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় স্থানীয় এক সংবাদকর্মীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার। নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও করেন তিনি।

রবিবার বিকালে নগরীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওই সংবাদকর্মী। তার নাম আবুল হাসনাত সজিব। সে কুমিল্লা থেকে প্রকাশিত 'দৈনিক স্বাধীন ভোর' পত্রিকায় কর্মরত এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই জমি দখল নিয়ে সংবাদ প্রচারকে কেন্দ্র করে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। সংবাদ প্রচার করার আগেই তাকে হুমকি দিতে থাকে ওই মহল। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ জুন ) তার বাড়িতে এসে তার বাবা মা ও পরিবারের লোকজনদের হুমকি দেয় তারা। পরে তাকে না পেয়ে ফোন কলের মাধ্যমে হুমকি দেয় এবং কেটে টুকরো টুকরো করে গোমতী নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার।

অভিযোগের বিষয়ে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, আমার কাছে নথি এসেছে। আমি একটি অভিযানে ছিলাম। বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছি।

(ঢাকাটাইমস/১৮জুন/এআর)