এলএনজি আমদানি বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি আজ

প্রকাশ | ১৯ জুন ২০২৩, ১০:২৭ | আপডেট: ১৯ জুন ২০২৩, ১১:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ওমানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওকিউটির সঙ্গে আরেকটি চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

আজ সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ওমান থেকে ১-১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করছে। ‘এই চুক্তির অতিরিক্ত হিসেবে ১০ বছরের জন্য একটি চুক্তির অধীনে আরও ১ মিলিয়ন মেট্রিক টন আমদানি বাড়ানো হবে’—বলছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র।

দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) চাহিদা ৪ হাজার এমএমসিএফডি এর বিপরীতে প্রায় ১ হাজার এমএমসিএফডির ঘাটতি আছে। মোট উৎপাদনের মধ্যে ৭০০ এমএমসিএফডি আমদানি করা হয় এবং ২৩০০ এমএমসিএফডি আমদানি করা হয়। এ অবস্থায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামে চলছে অস্থিরতা। যার কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে এলএনজি আমদানি বাড়াতে চাইছে। সম্প্রতি ২০২৬ সাল থেকে পরবর্তী ১৫ বছরের জন্য বার্ষিক অতিরিক্ত ১৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাওয়ার জন্য কাতারের সঙ্গে একটি নতুন চুক্তি সই করেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯জুন/ইএস)