আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ | ১৯ জুন ২০২৩, ১২:০৬ | আপডেট: ১৯ জুন ২০২৩, ১৩:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় তিন দিন এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ (আজ সকাল ৬টা পর্যন্ত) এবং গতকালের সর্বোচ্চ ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা হলো: গতকাল দেশের সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে যা ৩৭ দশমিক ২ ডিগ্রি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ময়মনসিংহের নেত্রকোনা যা ২১ দশমিক ৬ ডিগ্রি।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, যা ১১২ মিলিমিটার।

(ঢাকাটাইমস/১৯জুন/কেআর/ইএস)