নির্বাহী আদেশে এক দিন বাড়ল ঈদের ছুটি

প্রকাশ | ১৯ জুন ২০২৩, ১৪:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আসন্ন ঈদুল আজহায় আগামী ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদযাত্রায় সুবিধার কথা বিবেচনা করে মন্ত্রিসভার বৈঠকে এক দিন ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

কোরবানির ঈদ আগামী ২৯ জুন সম্ভাব্য দিন ধরে নিয়ে ২৮, ২৯ ও ৩০ জুন ছুটি নির্ধারণ করা আছে। এখন ২৭ জুনও ছুটি ঘোষণা করায় ঈদের ছুটিতে আরও এক দিন যোগ হলো। আর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় টানা পাঁচ দিন ঈদের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে ১৩ জুন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ আসে। এখন মন্ত্রিসভা ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই ২৯ জুন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আর সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ জুন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সিইসির নেতৃত্বে বঙ্গভবনে চার নির্বাচন কমিশনার

সেই হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ ২৯ জুন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে ঈদের তারিখ।

(ঢাকাটাইমস/১৯জুন/ডিএম)