সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

প্রকাশ | ১৯ জুন ২০২৩, ১৫:৩০ | আপডেট: ১৯ জুন ২০২৩, ১৫:৪৭

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।

ভোরের কাগজ ও মানবকন্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও কালের কন্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফারুক হোসাইন, মাজারুল ইসলাম, সিরাজুল ইসলাম ও দ্বীন ইসলাম অনিক। 

বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।  

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ, নুরনবী জনি, শেখ ফরিদ, রুবেল মিয়া, কামরুল ইসলাম, মো. শাহিন সাকি, মো. শাহজালাল, আব্দুল মোতালেব প্রধান, সামসুল আলম তুহিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯জুন/এসএ)