কৃষি ব্যাংকের এমডিকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ | ২০ জুন ২০২৩, ১৪:৫০ | আপডেট: ২০ জুন ২০২৩, ১৪:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিশিষ্ট ব্যাংকার মো. শওকত আলী খান সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হিসেবে নিয়োগ পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) ম. নুরুল আলম ও মো. বাকীউল আলম। 

এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেন। 

মো. শওকত আলী খান এর আগে রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/২০জুন/এফএ)