গরু চোরাচালান রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশ | ২০ জুন ২০২৩, ১৬:১০ | আপডেট: ২০ জুন ২০২৩, ১৬:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধুচক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু বাংলাদেশে পাচারের জন্য তৎপর রয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বর্তমানে বাংলাদেশ পশু সম্পদে স্বয়সম্পূর্ণ। দেশীয় এই সম্পদ বিকাশের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার রোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সম্প্রতি একটি অসাধুচক্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সীমান্তে বিট বা খাটাল স্থাপনের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে অবৈধভাবে গরু আনার অপচেষ্টা চালায়। বিষয়টি বিজিবির গোচরীভূত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই অসাধু ও প্রতারকচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শাহবাগ থানায় একটি মামলা করে।

এদিকে এ ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সদা প্রস্তুত থেকে সীমান্তে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি আভিযানিক তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।

চলতি বছরের ১৭ জুন রাত পৌনে ১০টার দিকে মো. শামিম হাসান নামের এক ব্যক্তি বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনে ধলডাঙ্গা কোম্পানিতে এসে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধ গরু চোরাচালানের প্রস্তাব করে। তিনি জানান, সীমান্তের ওপারে তার  পাঁচ হাজারটি গরু বাংলাদেশে পাচারের জন্য অপেক্ষমাণ রয়েছে। গরু চোরাচালানের অবৈধ প্রস্তাব দেওয়ার অভিযোগে ধলডাঙ্গা কোম্পানি তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় মো. শামিম হাসান আর বাড়ি কুমিল্লায় বলে জানা যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে গত ১৮ জুন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় মামলা করে বিজিবি। ভুরুঙ্গামারী থানার মামলা নম্বর-২২।

আটক মো. শামিম হাসান কুমিল্লা জেলার বরুড়া থানার শফিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

(ঢাকাটাইমস/২০জুন/এএ/ইএস)