মহেশপুরে ৮ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ | ২১ জুন ২০২৩, ১৫:৪৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের মহেশপুর উপজেলায ছয় মাসে বিজিবির অভিযানে আটক করা ৮ কোটি ১০ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির প্রধান কার্যালয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস ও মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, সিরাপ, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, ইয়াবা ও হেরোইন। ধ্বংস করা এসব ভারতীয় মাদকের মূল্য ৮ কোটি ১০ লাখ টাকা। 

এসময় উপস্থিত ছিলেন- ব্যাটালিয়ন সদরের কর্ণেল এমারত হোসেন, ৫৮ বিজিরি অধিনায়ক মাসুদ পারভেজ রানা, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, ভূমি সহকারী কমিশনার শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনসহ প্রমুখ।

 

(ঢাকাটাইমস/২১জুন/এসএ)