ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জামায়াতের

প্রকাশ | ২১ জুন ২০২৩, ২২:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, সাংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপরে দমন নিপীড়ন বন্ধ করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। দেশের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার করতে হবে। একটি জাতিকে গড়ে তুলতে হলে রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ অর্গান আছে। এইগুলো সুস্থ থাকলে দেশ ও জাতি ভালো থাকে।

বুধবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। জনগণের ১০ দফা দাবি আদায়ের আন্দোলন চলছে এবং এদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।

ঢাকাটাইমস/২১জুন/জেবি/ইএস