মতলবে আ. লীগের দুই গ্রুপের গোলাগুলিতে নিহতের ঘটনায় খুনিদের বিচার দাবি

প্রকাশ | ২২ জুন ২০২৩, ১৭:৪৭ | আপডেট: ২২ জুন ২০২৩, ১৮:০৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত মোবারক হোসেন বাবুর খুনিদের ফাঁসির দাবী করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন তারা।

গত ১৭ জুন বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাহাদুরপুর গ্রামে প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে স্থানীয় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হন মোবারক হোসেন।

অবস্থান কর্মসূচিতে নিহত আওয়ামীগ কর্মী মোবারক হোসেন বাবুর ভাই আমির হোসেন কালু, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মঈনুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, থানা মৎস্যজীবিলীগের সহ-সম্পাদক  ইমরান হোসেন কাকন, থানা যুবলীগ নেতা ইউসুফ, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা শামিম, জহির, আবদুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবু প্রধান, স্বেচ্ছাসেবকলীগের নেতা আবু হাসান মাসুম, মোহনপুর ছাত্রলীগ নেতা বাদশা, সাবেক মেম্বার জসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন বক্তব্যে বলেন, প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত হন মোবারক হোসেন বাবু। আমরা খুঁনিদের ফাঁসি চাই। এছাড়া এই ঘটনায় জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

গোলাগুলির ঘটনায় এই পর্যন্ত মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ৭ জন গ্রেফতার হয়। তাদেরকে মতলব উত্তর থানা পুলিশ আদালতে প্রেরণ করে। এই ঘটনায় ১৮ জুন নিহত বাবুর ছোট ভাই আমির হোসেন কালু ৩১ জনের নাম উল্লেখ এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২২জুন/এআর)