গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় ২০৯ পাকিস্তানি নিহতের দাবি

প্রকাশ | ২২ জুন ২০২৩, ১৮:০৪ | আপডেট: ২২ জুন ২০২৩, ১৮:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গ্রিসের উপকূলে ডুবে যাওয়া অভিবাসী বহনকারী নৌকায় থাকা অন্তত ২০৯ পাকিস্তানি নিহতের দাবি করা হয়েছে। বৃহস্পতিবার একটি পাকিস্তানি তদন্তকারী সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির প্রদান করা তথ্যে বলা হয়েছে, পাকিস্তানের ২০৯ জন ছিল। নিখোঁজদের শনাক্ত করার কাজে গ্রিসকে সহায়তার করতে ২০১টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন কর্মকর্তারা।

কিসের ভিত্তিতে এজেন্সি তাদেরকে চিহ্নিত করেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। সরকারি হিসেবে দুর্ঘটনায় এখনও নিহতের সংখ্যা ৮২ জন এবং বেঁচে যাওয়া ১০৪ জন, যার মধ্যে ১২ জন পাকিস্তানি। জাহাজটিতে শতাধিক লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জুন/এসএটি)