থাইল্যান্ডে স্কুলে অগ্নি নির্বাপন মহড়া চলাকালীন এক্সটিংগুইশার বিস্ফোরণে ছাত্রের মৃত্যু

প্রকাশ | ২৩ জুন ২০২৩, ১৮:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

থাইল্যান্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে অগ্নি নির্বাপন মহড়া চলাকালীন অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

নগরীর গভর্নরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবারের ঘটনায় ব্যাংককের রাজাভিনিত মাথায়োম স্কুলের আরও ২১ জন আহত হয়েছে। এছাড়া সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর নির্বাপক যন্ত্রটি ১০ মিটার দূরে থাকা ছাত্রের গায়ে আঘাত করে। উদ্ধারকারীরা জানিয়েছেন, রোদ বা তাপের কারণে নির্বাপণ যন্ত্রটি ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।

নিহত ছাত্র হাইস্কুলের শেষ বর্ষে পড়ত। তার বয়স নিশ্চিত করা হয়নি। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে, ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।

কর্মকর্তারা বলেছেন, মহড়ায় ব্যবহৃত নির্বাপক যন্ত্রগুলি পুলিশের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকারী সংস্থা রুয়ামকাতানিউ ফাউন্ডেশনের মতে, বিস্ফোরিত ক্যানিস্টারে কার্বন ডাই অক্সাইড ছিল।

শহরের পুলিশ প্রধান বলেন, নির্বাপক যন্ত্রগুলো সাধারণত খালি হলে রাসায়নিক দিয়ে রিফিল করা হয়, তবে কিভাবে এবং কোথায় সেগুলো রিফিল করা হয়েছিল তা অবশ্যই তদন্ত করা উচিত এবং সুরক্ষা ভালভ অবশ্যই পরীক্ষা করা উচিত।

স্থায়ী সচিব আথাফোন সাংখাওয়াসি জানিয়েছেন, কি ঘটেছে তা নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্কুলে পাঠানো হয়েছে।

তিনি নিহত ছাত্রের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে এবং ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৩জুন/এসএটি)