সন্ত্রাসবাদ প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা মস্কোর

প্রকাশ | ২৪ জুন ২০২৩, ১৫:৫৮ | আপডেট: ২৪ জুন ২০২৩, ১৬:০১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মস্কো এবং আশেপাশের অঞ্চলের কর্তৃপক্ষ বলছে, তারা রাশিয়ার ভাড়াটে নেতা ইয়েভজেনি প্রিগোজিনের সশস্ত্র বিদ্রোহের পটভূমিতে সন্ত্রাসবিরোধী জরুরী অবস্থা ঘোষণা করেছে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি বলেছে, ‘শহর এবং মস্কো অঞ্চলে সম্ভাব্য সন্ত্রাসী হামলা প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসবিরোধী অভিযানের একটি শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।’

মস্কোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ভোরোনেজ অঞ্চলও এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেছে।

জরুরী সন্ত্রাস দমনের অবস্থা রুশ কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ বাড়াতে এবং নাগরিকদের গ্রেপ্তারের সুবিধা দেবে।

আল জাজিরার আলি হাসেম রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর দোনেৎস্ক থেকে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন যা বলছিলেন তা থেকে এটি স্পষ্ট যে প্রিগোজিনকে এখন থেকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে দেখা হবে।

হাসেম বলল, ‘রোস্তভ সামরিক সদর দপ্তর গ্রহণ করে ওয়াগনার প্রধান বর্তমানে ইউক্রেনের যুদ্ধের দায়িত্বে রয়েছেন। এই কমান্ড সেন্টার থেকেই ইউক্রেনে রাশিয়ার চালানো আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান বলা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই নতুন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে সেটাই সবাই অপেক্ষা করছে। এখানে দোনেৎস্কে আমরা এখনও ভিন্ন কিছু দেখতে পাইনি।’

(ঢাকাটাইমস/২৪জুন/এসএটি)