জ্বালানি সংকট কেটেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

প্রকাশ | ২৫ জুন ২০২৩, ১৩:২৪ | আপডেট: ২৫ জুন ২০২৩, ১৩:৩০

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস

জ্বালানি সংকট কাটিয়ে দীর্ঘ ২০ দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে।

রবিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্ট আপ করা হয়। 

টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হলে আজ বিকাল চারটায় একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক (প্রকৌশলী অপারেশন) শাহ আবদুল হাসিব। বলেন, খুব শিগগিরই অন্য ইউনিটও উৎপাদনে যাবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা পূরণ হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে গেছে দক্ষিণের জনপদ, সম্ভাবনার ডানা মেলেছে অর্থনীতি

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিার বালিক পানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। পরের দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে। 

(ঢাকাটাইমস/২৫জুন/এসএম)