এপিএ চুক্তি বাস্তবায়নে আবারও সোনালী ব্যাংকের প্রথম স্থান লাভ

প্রকাশ | ২৫ জুন ২০২৩, ২০:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও প্রথম স্থান লাভ করেছে। নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি অতি উত্তম ক্যাটাগরিতে ৯৬.৬৬ নম্বর পেয়েছে।

রবিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসির সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

এরআগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর সাথে সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তারাসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।

(ঢাকাটাইমস/২৫জুন/এমএইচ)