ঝালকাঠিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের
প্রকাশ | ২৬ জুন ২০২৩, ১৬:০১ | আপডেট: ২৬ জুন ২০২৩, ১৬:২৮
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরও দুজন।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।
নিহত নারী যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। বরিশাল হতে ঝালকাঠিগামী সিএনজি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা চালকসহ চারজন যাত্রীর মধ্যে দুজন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় দুজন মারা যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬জুন/এসএ)