ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন, পাঁচজন দগ্ধ, নিখোঁজ ৪

প্রকাশ | ০১ জুলাই ২০২৩, ১৬:২৮

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে জাহাজে থাকা পাঁচজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন চার জন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

শনিবার দুপুর ২টার দিকে নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম। 

আগুনে দগ্ধরা হলেন, কর্মচারী শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া একজন বাবুর্চিও রয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, নন্দিনি-২ নামের এ জাহাজটি পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করতে আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় এতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। 
 
তিনি জানান, এ জাহাজে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)