ফকিরাপুলে নিজ বাসায় একজনের লাশ

প্রকাশ | ০১ জুলাই ২০২৩, ২১:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর ফকিরাপুল গরম পানির গলির একটি বাসা থেকে বিবস্ত্র অবস্থায় নুরুজ্জামান(৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাশ নিয়ে আসা উক্ত বাড়ির কেয়ারটেকার হারেছ মিয়া জানান, ২৫১/এ ফকিরাপুল গরম পানির গলির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন নুরুজ্জামান। তার  স্ত্রী-সন্তানরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অচেতন অবস্থায় ঘরের মধ্যে পড়েছিল ওই ব্যক্তি। এ সময় ঘরের দরজা খোলা থাকায় আমরা ঘরে এসে দেখি তিনি বিবস্ত্র অবস্থায় বিছানায়। পরে মতিঝিল পুলিশকে খবর  দেই। পরে পুলিশসহ আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত  চিকিৎসক তাকে বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

 

হারেছ মিয়া বলেন, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ গ্রামে। তার বাবার নাম আব্দুস সামাদ মিয়া। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

 

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সরকারি ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা অবগত আছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/এএ/কেএম)