ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে ৫০৯

প্রকাশ | ০২ জুলাই ২০২৩, ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫২ জন মারা গেলেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৫০৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ২২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট আট হাজার ৭৫৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৮১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুই হাজার ২৭৬ জন হয়েছেন। 

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী সাত হাজার ৩১৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী পাঁচ হাজার ৪৭৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৮৪৩ জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৩৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৬ জন এবং ঢাকার বাইরে ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। পরে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

(ঢাকাটাইমস/০২জুলাই/কেআর/কেএম)