সাংবাদিক নাদিম হত্যার কঠোর বিচার দাবি করলেন ফরিদপুরের ডিসি

প্রকাশ | ০৩ জুলাই ২০২৩, ১৭:২১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘সাংবাদিকতা কি জিনিস সেটা সিএনএন, বিবিসি এদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের সংবাদকর্মীরা কিভাবে ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছে তা দেখলেই বোঝা যায়। এ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেকেই মৃত্যুর মুখোমুখি হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। এইতো কয়েকদিন আগেও জামালপুরের একজন সাংবাদিক সংবাদ পরিবেশ করতে গিয়ে মারা গিয়েছেন। আমরা সেই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এ সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কঠোর বিচার দাবি করছি।’

সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনটিভির ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের সঞ্চালয়ের  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ব্যবসায়ী নেতা আবুল খায়ের মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক মো. শাহজাহান।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও লেখক মফিজ ইমাম মিলন, পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদসহ অনেকে।

উল্লেখ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন হামলার শিকার হয়ে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান। ১৮ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এসএ)