নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশ | ০৬ জুলাই ২০২৩, ১৪:৫৮ | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১৬:৩০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী, শাশুড়িসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত খাদিজা কবরীর স্বামী, শাশুড়ি ও ননদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন। মামলায় জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন উল্লেখ করা হয়। মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএ)