ফেনীতে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ফেনীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিববার সকালে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এ তথ্য জানান।
গ্রেপ্তার নেজাম উদ্দিন (২৬) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর কেয়ামন্যা পাড়ার বাসিন্দা।
জানা যায়, একটি ব্যাগের ভেতর কালো রঙের পলিথিনে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের আগে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি
উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে মামলা করেছেন। পরে নেজাম উদ্দিনকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএম)