আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ | ০৭ জুলাই ২০২৩, ২৩:৩৩ | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১০:৫৫

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
 
তিনি বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

 
শিক্ষামন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুনর্বিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এছাড়া যুব মহিলা লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, কাউন্সিলর মো. আলমগীর গাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমা পাটওয়ারী প্রমুখ।
 
(ঢাকাটাইমস/৭জুলাই/এআর)