আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি: আইনমন্ত্রী

প্রকাশ | ০৯ জুলাই ২০২৩, ১২:৫৮ | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১৪:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।’

রবিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না।’

উল্লেখ্য, গত ৪ জুলাই জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস হয়।

আরও পড়ুন>> সংশোধিত আরপিও বিল পাস: পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না ইসি 

বর্তমান আরপিও অনুযায়ী, অনিয়ম বা বিরাজমান বিভিন্ন অপকর্মের কারণে ইসি যদি মনে করে তারা আইনানুগ নির্বাচন করতে সক্ষম হবে না, তাহলে নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট বন্ধ করতে পারে। এখন এই ক্ষমতা সীমিত করে ইসিকে শুধু ভোটের দিন সংসদীয় আসনের (অনিয়মের কারণে) ভোট বন্ধ করতে পারার ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশোধিত আরপিও অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করার পর কোনো আসনের পুরো ফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে, শুধু সেসব (এক বা একাধিক) ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। 

(ঢাকাটাইমস/০৯জুলাই/কেআর/এফএ)