পারিবারিক কলহে স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২৩, ২৩:৩৪

মাদারীপুরের রাজৈরে স্ত্রীর ভাইকে (শ্যালক) পিটিয়ে হত্যা করেছে দুলা ভাই রাজ্জাক ফকির। রোববার সন্ধ্যায় দুলা ভাইয়ের বাড়ি উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এঘটনা ঘটে। নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিন পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ (২৬) মারধর ঠেকাতে গেলে তাকেও মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যায়।

নিহত রিপনের মা মর্জিনা বেগম জানান, 'আমার জামাই রাজ্জাক ফকির আমার মেয়ে নামে মিথ্যা অপবাধ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে । পরে হাসপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।'

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, 'পারিবারিক কলেহর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার সময় মরদেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।'

(ঢাকাটাইমস/৯জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :