কয়েক হাজার সমর্থক নিয়ে বিএনপির সমাবেশে কৃষিবিদ পলাশ

প্রকাশ | ১২ জুলাই ২০২৩, ২২:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত রুপ দিতে দলটির এক দফা ঘোষণার সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে শোডাউন করেছেন (ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম- সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বুধবার দুপুর ২টার দিকে আরামবাগ মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে শোডাউন করে সমাবেশ স্থলে যোগ দেন কৃষকদলের এই কেন্দ্রীয় নেতা।

মিছিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, বাঞ্চারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশিদ আকাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম সেন্টু, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, উপজেলা কৃষকদের সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার, পৌর কৃষকদলের সদস্য সচিব মো. রুবেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রেজা,বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১২জুলাই/জেবি/ইএস