মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাইসাইকেল র‍্যালি

প্রকাশ | ১৪ জুলাই ২০২৩, ০৮:২২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন এবং বিডব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এদিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের হাওর বৃত্ত থেকে উপজেলা সদরের হাওর বিলাস পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালীর শুরুতে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও নবায়নযোগ্য জ্বালানিতে শতভাগ বিনিয়োগের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারী কলেজের প্রভাষক মশিউর রহমান এবং সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করীম সাঈদ। 

আরও পড়ুন: ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

পরে সাইকেল র‌্যালী পলাশ থেকে শুরু হয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের হাওর বিলাসে গিয়ে শেষ হয়। 

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএম)