ই-বাইক উৎপাদনে কাজ করবে স্টার্টআপ স্কুট-ওয়ালটন

প্রকাশ | ১৪ জুলাই ২০২৩, ১৮:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উদ্ভাবন ও উদ্যোক্তাবিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণসহ বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়ার অনুমোদন করেছে প্রকল্পটি।

এদের মধ্যে ‘স্কুট লিমিটেড’ অন্যতম একটি সম্ভাবনাময় স্টার্টআপ।

পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদন করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ স্কুট। প্রতিষ্ঠানটি ২০২২ সালে আইডিয়া প্রকল্প থেকে প্রি-সিড পর্যায়ে অনুদান পায়।

যৌথভাবে ই-বাইক তৈরির লক্ষ্যে স্কুট ও ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট হেড অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। আইডিয়া প্রকল্পের স্টার্টআপ স্কুট ও ওয়ালটনের মধ্যকার এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ ও ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুটের পরিচালক সিহাব খান ও পার্থ রয় এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. তৌফিক ইমাম, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অব সেলস) মো. ফুয়াদ রহমান ও ডেপুটি ডিরেক্টর (ই-বাইক) কায়কোবাদ সিদ্দিকিসহ অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এমএইচ)