চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি কর্মকর্তা

সদ্য জয়েন করেছেন সরকারি চাকরিতে। আট মাসও পেরোয়নি। এর মধ্যেই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন প্রতিবেশী ভারতের এক সরকারি কর্মকর্তা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঝাড়খণ্ডের কোডারমার সহকারি রেজিস্ট্রার মিতালি শর্মা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন হাজারিবাগের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র হাতে। একটি স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে ফাঁদ তাকে আটক করেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।
চাকরিতে যোগ দিয়ে এটিই ছিল তার জীবনের প্রথম পোস্টিং। আর সেখানেই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন মিতালি। গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করে এসিবি। তার ঘুষ নেওয়ার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
গ্রেপ্তারের বিষয়ে এক এসিবি কর্মকর্তা বলেন, মিতালি ‘কোডারমা ব্যাপার সহযোগ সমিতি’ নামে একটি স্থানীয় সংগঠন আচমকা পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু অনিয়ম খুঁজে পান তিনি। সংগঠনের কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার শর্তে তিনি ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। সরকারি অফিসার ঘুষ চাইছেন, এ কথা এসিবির ডিজিকে জানান সংগঠনের সদস্য রামেশ্বরপ্রসাদ যাদব। তথ্য পেয়ে তদন্তে নামে এসিবি কর্মকর্তারা। তারা প্রাথমিক ভাবে জানতে পারে, মিতালির ঘুষ চাওয়ার বিষয়টি সত্য। এরপরেই মামলা রুজু করে ফাঁদ পাতা হয়।
পাঁতা ফাঁদে পা দিয়ে গত ৭ জুলাই ঘুষের প্রথম কিস্তি ১০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মিতালি। গ্রেপ্তার করার পর মিতালিকে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টির বিশদ তদন্ত শুরু হয়েছে।
সরকারি আধিকারিক হিসাবে চাকরিতে যোগ দিয়ে আট মাস আগে প্রথম পোস্টিং পেয়েছিলেন মিতালি। সেখানেই ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়ে গেলেন তিনি।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএটি)

মন্তব্য করুন