রাষ্ট্রদূত হলেন দুজন সেনা কর্মকর্তা
প্রকাশ | ২০ জুলাই ২০২৩, ১৬:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১৬:৫২
সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তাকে রাষ্ট্রদূত করেছে সরকার। এই দুই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে রাষ্ট্রদূত করে তাদের চাকরি ররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া দুজনকে কোন দেশে পদায়ন করা হবে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।
মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন মিরপুর জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সেনা কর্মকর্তা ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সশস্ত্র বাহিনীতে যোগ দেন।
অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
(ঢাকাটাইমস/২০জুলাই/এসএস/কেএম)