মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে র্যাব: মহাপরিচালক
প্রকাশ | ২০ জুলাই ২০২৩, ১৯:৫৯ | আপডেট: ২০ জুলাই ২০২৩, ২০:৫৩
পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব সদস্যরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বলেন, ‘র্যাব একটি এলিট ফোর্স। সারা দেশে র্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। র্যাব সৃষ্টির পর থেকেই জঙ্গি ও সন্ত্রাস দমণ, বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আইনশৃংখলা রক্ষায় র্যাব বদ্ধপরিকর।’
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়ারপাড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর নতুন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব বলেন।
মহাপরিচালক বলেন, ‘গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র্যাব। এছাড়াও ডাকাত ও দস্যুতা, খুন, ধর্ষণ মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।’
র্যাবপ্রধান বলেন, গোপালগঞ্জ জেলায় র্যাবের নিজস্ব ক্যাম্প না থাকায় জাতির পিতার সমাধিস্থলে আগত ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপারেশনাল এবং প্রশাসনিক কার্যক্রম খুলনা হতে পরিচালনা করা হয়ে থাকে যা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুমতিক্রমেই গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাব ক্যাম্প স্থাপিত হলো। এই এলিট ফোর্স আগের থেকে অনেক দক্ষ ও আধুনিক সরঞ্জামে সজ্জিত। র্যাব ফোর্সেস গোপালগঞ্জে আগের চেয়ে আরো বেশি স্বতস্ফুর্ততার সাথে আইনশৃখংলার নিরাপত্তা নিশ্চিতে সক্ষম হবে।
এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ফিতা টেনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর নতুন ক্যাম্পের উদ্বোধন করেন র্যাবের মহা-পরিচালক এম খুরশীদ হোসেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, র্যাব-৬ এর সিইও ফিরোজ কবির, ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ফ্লাইট কমান্ডার রাসেল আহমেদ, কাশিয়ানি উপজেলার নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, কাশিয়ানি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলমসহ র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিকাল ৫টায় র্যাব প্রধান তার নিজ গ্রামে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের রেলওয়ে ষ্টেশন একতা কিন্ডার গার্ডেন স্কুল মাঠে আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে যোগ দেন।
(ঢাকাটাইমস/২০জুলাই/কেএম)