আ.লীগ ঐতিহ্যগতভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল: টুকু

প্রকাশ | ২০ জুলাই ২০২৩, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগ ঐতিহ্যগত ভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল একটি দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতা ধরে রাখা।’

 

বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে কেন্দ্র ঘোষিত ‘শান্তিপূর্ণ পদযাত্রায় লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে’ বিএনপির শোক র‌্যালিতে তিনি এসব বলেন। 

 

টুকু বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন কেড়ে নেয়াই যেন এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি।

 

যুবদল সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সময় অত্যাসন্ন ভোট ডাকাতি, গুম-খুন-বিচার বহির্ভূত হত্যা, লাখ-লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা, রাষ্ট্রীয় কাঠামো তছনছ করে দেয়ার সঠিক বিচার একদিন এদেশের মাটিতে হবেই। দুর্বৃত্তরা কখনোই পার পায় না।

 

সুলতান সালাউদ্দীন বলেন, দৃঢ়কন্ঠে বলতে চাই-প্রতিবাদী স্বরকে কখনোই থামিয়ে দেয়া যাবে না। বিদায়ের শেষ সময়ে খুনো-খুনিতে মেতে উঠে ও প্রতিনিয়ত মিথ্যাচার করে নিজেদের রক্ষা করতে পারবে না বর্তমান সরকার। গুম, হত্যা নির্যাতন করে নিপীড়ন করে আর জনগণকে পরাধীন রাখা যাবে না।

 

তিনি আরও বলেন, সরকারের পতন সন্নিকটে। পতন কেউ ঠেকাতে পারবে না। ‘আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত স্বৈরাচার সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগন মুক্তি চায়। গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পেতে চায়। আমাদের সভা সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে। জনস্রোত নেমে আসছে রাজপথে। জনগনের এখন অঙ্গীকার-জীবন দিয়ে হলেও এ মাফিয়াদের হটিয়ে দেশের মানুষকে মুক্ত করতে হবে।

 

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহবান জানান তিনি।

(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি/কেএম)