রাজধানীতে যুবলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৮, চাপাতি উদ্ধার

প্রকাশ | ২৩ জুলাই ২০২৩, ১০:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১১:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ বাজার রোডের ১৫৬ নম্বর বাড়ির সামনে অলিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। বাসা থেকে মাত্র কয়েক ফুট দূরে জখমের পর ছটফট করছিলেন এই যুবলীগ নেতা। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য ধরা পড়ে। গুরুতর আহত অলিউল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। ২০১৩-১৪ সালে তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ইন্টারনেট ও ডিস লাইনের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি।

এদিকে গতরাতে র‌্যাব দাবি করেছে, যুবলীগ নেতা খুনে জড়িত দুইজনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি কিলিংয়ে জড়িত ছিল।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএস/ইএস)