দুর্ধর্ষ জঙ্গিকে ধরতে মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযান

প্রকাশ | ২৪ জুলাই ২০২৩, ০৮:২৪ | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১১:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:

মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় একটি বাড়িকে ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাব। সোমবার ভোর থেকে এ অভিযান শুরু হয়েছে।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য সেখানে থাকতে পারে- এমন খবরেই র‌্যাবের এই অভিযান। 

বিষয়টি নিশ্চিত করে বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ঢাকাটাইমস/২৪জুলাই/এসএস/ইএস