অবসরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সানজিদা সোবহান
প্রকাশ | ২৪ জুলাই ২০২৩, ২০:০২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
সরকারি চাকরি থেকে অবসরে গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সানজিদা সোবহান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সানজিদা সোবহানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ২৪ জুলাই থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এসএস/কেএম)