মন্ত্রিত্বের জন্য লড়ছি না, অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি: মান্না

প্রকাশ | ২৫ জুলাই ২০২৩, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মন্ত্রিত্বের জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, ‘ক্ষমতার পালাবদলে দেশটা যেন বদলে যায়, সেজন্য লড়াই করছি।’

 

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনাইডেট ল ইয়ার্স ফ্রন্ট আয়োজিত আইনজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মান্না এসব বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মান্না বলেন, ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন- ২৭ তারিখের মহাসমাবেশ ঘিরে আওয়ামী লীগ নাকি উসকানি দেবে না, বিশৃঙ্খলা করবে না। যদি তা না করে, তাহলে কথিত ‘শান্তি সমাবেশ’ কেন ডাকা হলো? উন্নয়ন-জয়যাত্রার সমাবেশ কেন? আপনাদের সমাবেশে তো লোক হয় না। বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে এবার ওবায়দুল কাদেরের মুখ শুকিয়ে যাবে।

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, পেশাজীবীরা আন্দোলনে যুক্ত হলে সে আন্দোলন সফল হবেই। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। ব্যবসায়ীদের একাংশ কদিন আগে প্রধানমন্ত্রীক গিয়ে বলেছেন, আমরা আপনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই। অথচ সরকারের তেল কেনার টাকা নেই, গ্যাস কেনার টাকা নেই। কদিন পর বাতি জ্বালানোও যাবে না। অথচ ব্যবসায়ী নেতারা বলছেন- তারা বারবার শেখ হাসিনার সরকার চান।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপিকে টেক্কা দিতে আওয়ামী লীগ এখন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সবাইকে নামিয়ে দিচ্ছে। তবু তাদের সমাবেশে লোক হয় না। তারা এখন পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চাইছে।

 

ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি)