বিএনপির লিয়াঁজো কমিটি সঙ্গে লেবার পার্টির বৈঠক

প্রকাশ | ২৫ জুলাই ২০২৩, ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ছবি

আগামী বৃহস্পতিবারের (২৭ জুলাই) মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ লেবার পার্টি। মঙ্গলবার বিকালে বিএনপির শুলশান কাযালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দলের ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইরান বলেন, ‘বিনা ভোটের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে একদফার আন্দোলনে মাঠে থাকবে লেবার পার্টি। জনগণের প্রতিরোধের মুখে এই জালিম সরকার পদত্যাগে বাধ্য হবে। ২৭ জুলাই ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে লেবার পার্টির সমাবেশ করবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি/কেএম)