গাইবান্ধায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১৮:৫১
অ- অ+

গাইবান্ধায় পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে মিজানুর রহমান (৩) ও জান্নাতী আকতার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও শিশু জান্নাতী আকতার একই গ্রামের আজাদুল মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামা-ভাগনি।

স্থানীয়রা জানায়, শিশু মিজানুর ও জান্নাতি আক্তার বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবার সামনে গিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে ওই পরিত্যক্ত ডোবার পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। দুই শিশুর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বইছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা