এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: কোন বোর্ডে কত জিপিএ-৫

প্রকাশ | ২৮ জুলাই ২০২৩, ১১:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন ও ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন।

শুক্রবার সকালে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ শিক্ষার্থী, কুমিল্লায় পেয়েছে ১১ হাজার ৬৬৩ জন, রাজশাহীতে ২৬ হাজার ৮৭৭, বরিশাল বোর্ডে ৬ হাজার ৩১১, ময়মনসিংহে ১৩ হাজার ১১৭, যশোর বোর্ডে ২০ হাজার ৬১৭, সিলেট বোর্ডে ৫ হাজার ৪৫২, দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

আজ সকাল ৯টা নাগাদ গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএইচ/এফএ)