পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

প্রকাশ | ২৯ জুলাই ২০২৩, ১১:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। এ মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন।

শনিবার সকাল ১০টায় এ মিছিল শুরু হয়।

এদিকে পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায় কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

এছাড়া নিরাপত্তা জোরদারে কাজ করছে সোয়াটসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট।

জানা গেছে, সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে ছোরা, কাঁচি, তরবারি ও লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

ঢাকাটাইমস/২৯জুলাই/এসএম