আশুলিয়ায় ‘অস্ত্র হাতে’ চলন্ত বাস থামিয়ে আগুন

প্রকাশ | ২৯ জুলাই ২০২৩, ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আরও কয়েকটি বাসকে ভাঙচুর করার খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগকারীদের সবার হাতে অস্ত্র ছিল বলে পুলিশকে জানিয়েছেন বাসের কর্মীরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের ঢাকাগামী বাসে আগুন দেওয়া হয়।

বাসটির মালিক সোরহাব নামে এক ব্যক্তি। বাসটির তত্ত্বাবধানে থাকা মো. ইকবাল হাসান পুলিশকে জানিয়েছেন, বাসটি আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। বাসের চালকের বরাত দিয়ে ইকবাল পুলিশকে আরও বলেন, বাসে যারা আগুন দিয়েছে তাদের সবার হাতে অস্ত্র ছিল। আমাদের গাড়ি থামিয়ে পুড়িয়ে দেয় তারা। আরও তিনটি গাড়ি ভাঙচুর করে।

ফায়ার সার্ভিসের জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আল্লাউদ্দিন আলী জানান, খবর পেয়ে সাড়ে তিনটার দিকে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের ভেতর গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, পুড়ে যাওয়া বাসটি র‌্যাকারের সাহায্য সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/আরআর)