ক্ষমতা নয়, এটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন: মৌলভীবাজারে নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০২৩, ১৯:৪০

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি বর্তমানে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির এই আন্দোলন। দেশের মানুষ আজ সরকারের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ। এখন এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।

সোমবার বিকালে মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি এই কর্মসূচি গ্রহণ করে।

মৌলভীবাজার জেলা বিএনপিরসহ সভাপতি সাবেক পৌরসভা মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে উক্ত জনসমাবেশে সরকার আবারও একদলীয় নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে উল্লেখ করে নাসের রহমান দৃঢ়তার সঙ্গ বলেন খুব তাড়াতাড়ি এই সরকারের পতন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর এই বাংলার পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান তারেক রহমান।

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের সঞ্চালনায় উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপির উপদেষ্টা মহসিন মিয়া মধু,জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌরসভা মেয়র কামাল আহমেদ জুনেদ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি (সিলেট বিভাগ) ও জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা কৃষক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :