শরীয়তপুরে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যার পর মাটিচাপা

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ১১:২৫ | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১১:৪১

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শরীয়তপুরে পঞ্চম শ্রেণির এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ৬টায় মাটিচাপা দেওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম হৃদয় খান নিবিড়। নিবিড় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মনির হোসেন খানের ছেলে। সে শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, হৃদয় স্কুল থেকে ফিরে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় তাকে আর খুঁজে পায়নি তার পরিবার। পরে সোমবার সন্ধ্যার দিকে হৃদয়ের মা নিপা আক্তারের মোবাইলফোনে কল করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় হৃদয়ের পরিবার পুলিশকে জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে পুলিশ। কিন্তু মঙ্গলবার সকাল ৬টার দিকে হৃদয়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, শিশুটিকে অপহরণ করার পর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। কিন্তু অপহরণের বিষয়টি পুলিশকে জানালে অপহরণকারীরা শিশুকে হত্যা করে। তবে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এসএ)