তাড়াশে পোড়ানো হলো ২৫ লাখ টাকার অবৈধ জাল

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ১৭:০১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে এক মাসে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

তাড়াশ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত জুলাই মাসে চলনবিল অধ্যুসিত এ উপজেলায় অভিযান চালিয়ে ৪৫৭টি অবৈধ চায়না দুয়ারী জাল, একটি বাধাই জাল ও ১০ বস্তা কারেন্ট জব্দ করা হয়। পরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। পোড়ানো ৪৫৭টি অবৈধ চায়না দুয়ারী জালের আনুমানিক মুল্য ২২ লাখ ৮৫ হাজার টাকা, একটি বাধাই জালের মূল্য প্রায় ১ লাখ টাকা ও ১০ বস্তা কারেন্ট জালের আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা।  এছাড়া দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

তাড়াশ উপজেলা মৎস্য অফিসার মো. মশগুল আজাদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

তিনি আরও জানান, অভিযানের বিষয়ে টের পেয়ে অবৈধ জালের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমসম/১আগস্ট/এআর)