বগুড়ায় দুপচাঁচিয়া শাখা চালু করল জনতা ব্যাংক

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ১৯:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উত্তরবঙ্গের প্রবেশ দ্বারখ্যাত বগুড়ার ব্যবসা সমৃদ্ধ উপজেলা দুপচাঁচিয়ায় সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের দুপচাঁচিয়া শাখা কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ৯২৪তম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ ও মো. আব্দুল মজিদ এবং ডিএমডি মো. কামরুল আহছান।

বগুড়া এরিয়া অফিসের ডিজিএম মো. আবদুল আলীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. আব্দুর রাজ্জাক, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার, ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্থানীয় গন্যমান্য ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএইচ)